সম্পর্কটা থাকে না! তবুও কোথায় যেন অধিকারের একটা স্পর্শ রয়ে যায়!
প্রেমিক থেকে কেউ অপ্রেমিক হয়ে গেলেও, অধিকারের জায়গাটা নষ্ট হয়না!
প্রেমিক থেকে কেউ অপ্রেমিক হয়ে গেলেও, অধিকারের জায়গাটা নষ্ট হয়না!
সম্পর্কের টানাপোড়েনের শেষে যখন দুজন মানুষ দুদিকে চলে যায়, আর কোন যোগাযোগ থাকে না, তখনও যদি কোন একদিন হুট করে পথে দেখা হয়ে যায়, তার চুল গুলো উস্কোখুস্কো হয়ে থাকলে ইচ্ছে করে, হাতের আঙুল দিয়ে বিলি কেটে চুল গুলো ঠিক করে দেই!
মানুষটা নেই, অভ্যাস এবং টানের মধ্যবর্তী আবেগের জায়গাটা ঠিকই রয়ে যায়!
মানুষটা নেই, অভ্যাস এবং টানের মধ্যবর্তী আবেগের জায়গাটা ঠিকই রয়ে যায়!
খুব পরিচিত মানুষ সময়ের সাথে সাথে অপরিচিত হয়ে গেলেও, একটা মায়ার বন্ধন অটুট থাকে!
একটা উড়ো খবর, তার জ্বর!
ইচ্ছে হয়, যত্ন করে কপালে জলপট্টি দিয়ে আসি! খুব করে বকে দিয়ে বলে আসি, "নিজের যত্নটাও ঠিকঠাক করতে পারো না!"
একটা উড়ো খবর, তার জ্বর!
ইচ্ছে হয়, যত্ন করে কপালে জলপট্টি দিয়ে আসি! খুব করে বকে দিয়ে বলে আসি, "নিজের যত্নটাও ঠিকঠাক করতে পারো না!"
মানুষটা থাকে না! অধিকারটা রয়ে যায়!
সে আমার সাথে নেই, অন্য কারো সাথে আছে! এই অন্য কারো সাথে আছে, ব্যপারটা কষ্ট দেয়!
আমি তার জীবনে ফিরবো না যেমন সত্যি, তার জীবনে নতুন কেউ এসেছে, এই চিন্তাটা কষ্ট দেয়, এটাও সত্যি!
মানুষটা আমার সাথে না থাকুক,
অন্য কারো সাথেও যাতে না থাকে!
সে আমার সাথে নেই, অন্য কারো সাথে আছে! এই অন্য কারো সাথে আছে, ব্যপারটা কষ্ট দেয়!
আমি তার জীবনে ফিরবো না যেমন সত্যি, তার জীবনে নতুন কেউ এসেছে, এই চিন্তাটা কষ্ট দেয়, এটাও সত্যি!
মানুষটা আমার সাথে না থাকুক,
অন্য কারো সাথেও যাতে না থাকে!
অধিকার ছেড়ে দেওয়ার পরও আমরা আসলে অধিকারটা পুরোপুরি ছাড়তে পারিনা!
আমি তাকে এখন আর পছন্দ করিনা! ভালোবাসিনা! তার শূন্যতা অনুভব করিনা!
তবুও আমি চাই, সে আমার শূন্যতা অনুভব করুক! আমার অনুপস্থিতি টের পাক!
আমার কথা ভেবে দু একটা রাত নির্ঘুম কাটিয়ে দিক!
তবুও আমি চাই, সে আমার শূন্যতা অনুভব করুক! আমার অনুপস্থিতি টের পাক!
আমার কথা ভেবে দু একটা রাত নির্ঘুম কাটিয়ে দিক!
মানুষটা জীবনে থাকেনা, অধিকারটা রয়ে যায় গোপনে! ঘৃণায়! অভিমানে! অপ্রেমে! ভালোবাসাহীনতায়!
Comments
Post a Comment