এমনও তো হতে পারতো, তার সাথে তোমার কখনো দেখাই হয়নি। হতেই পারতো সামনে দিয়ে হেটে যাওয়া কোন স্ট্রেইনজার মনে করে পাশ কাটিয়ে চলে গেছো।
তোমাদের কখনো পরিচয় না হতে পারতো, কথা না হতে পারতো কিংবা ফোন নাম্বার চাইলে মুখের উপর বলে দিতে পারতো "দেওয়া যাবেনা নাম্বার"!!
এমনটা হয়নি। তোমাদের পরিচয় হয়েছে, কথা হয়েছে, বিনিময় হয়েছে নাম্বার।
কন্ঠস্বর শুনতে শুনতে এমন হয়েছে যে, ওপাশ থেকে হ্যালো বললেই চিনতে পারো।
তোমাদের অজস্র মুহূর্ত কেটেছে পাশাপাশি। আঙুল ধরার গল্প জমেছে সুন্দর সময়ের তালিকায়।
যদি এমন হতো, এই মানুষটার সাথে তোমার শহরের দূরত্ব কয়েক কোটি মাইল। কোনদিন দেখা হওয়ার কোন সুযোগই না ঘটতো। চাইলেই আঙুল ধরার ইচ্ছা পূরণ না হতো।
এমন যদি হতো শত কোটি মানুষের মতো এই মানুষটার সাথে পরিচয়ই হতো না।
তাহলেও কি তুমি তার জন্য কষ্ট পেতে? তাকে ভালোবাসতে? তার জন্য রাত জেগে কান্না করতে?
প্রিয় অপ্রিয় ব্যপারটা আপেক্ষিক। যোগাযোগ হয় বলেই কাউকে আমরা প্রিয় বানাই আর কাউকে অপ্রিয়।
কার জন্য তুমি মন খারাপ করে বসে থাকো, তাকে তো তুমি চিনতে না একসময়।
প্রিয় হয়ে উঠা একটা এক্সিডেন্টের মতন। এটা বলে কয়ে হয়না। এটা বড় কোন অর্জন না। এটার জন্য কষ্ট পাওয়ারও কিছু নেই।
তার সাথে পরিচয় না হলে, অন্য কারো জন্যই আজকে তোমার কান্না পেত। অন্য কারো কথা ভেবেই তো বিষন্ন হতে। অন্য কারো আঙুল ধরেই হয়তো সারাজীবন কাটিয়ে দিতে চাইতে।
যে মানুষ হুট করে এসে হুট করে চলে যায়, তার জন্য মন খারাপ করে বসে থেকে লাভ নেই!
তুমি তো পৃথিবীতে আসবার কালে তাকে সাথে করে নিয়ে আসোনি, পৃথিবী ইচ্ছে করেই তার সাথে তোমার দেখা হওয়ার সুযোগ করে দিয়েছিলো।
যেমনে অজানা অচেনা কেউ আপন হয়ে যায়, তেমনি করেই চেনা জানা কেউ কেউ হুটহাট পর হয়ে যায়। এটাই জীবনের সমীকরণ।
যে মানুষ তোমার; তোমার সাথে পরিচয় না হলে, সে অন্য কারো হতো।
তুমি যার; তার সাথে কথা না হলে, তুমিও অন্য কারো হতে।
তোমাদের দেখা হয়ে যাওয়াটা একটা দূর্ঘটনা।
মানুষকে ঈশ্বর বানিয়ে ফেলো না। মানুষ কখনো ঈশ্বর হয়না।
মানুষ আসবে, মানুষ চলে যাবে। কারো সাথে দুদন্ড সুখ দুঃখের গল্প বলার সুযোগ হলেই, তার রয়ে যাওয়াটা বাধ্যতামূলক না।
সবাই রয়ে যায়না। কারো কারো চলে যাওয়াটাই সমীকরনের ধর্ম।
অংকের সমাধানের মতো মাঝে মাঝে x/y কে ধরে এনে জীবনের সমাধান মেলাতে হয়।
যা আছে, যে আছে, তাকে দিয়েই সবসময় সমীকরণ মিলে না।
এজন্য মানুষ তার হিসেব মেলাতে কখনো ছুটে আসে, কখনো কখনো ছুটে চলে যায় দূরে, খুউব দূরে।
দূরত্ব এবং নৈকট্য দুটোই খুব স্বাভাবিক ঘটনা। মেনে নাও, মেনে নেওয়াটাই ভালো থাকার সবচেয়ে বড় ঔষুধ!
তোমার জীবনের অসুখ থেকে অ টা বাদ দিয়ে সুখ বানানোর জন্য কেউ আসবেনা।
ইউ আর দ্যা বেস্ট ডক্টর অফ ইউর অল ইলনেস!

Comments

Popular posts from this blog