১. বিশ্বাস একটা সস্তা জিনিস। মানুষ একজন অন্যজনকে আবিষ্কার করার পেছনে সময় বিনিয়োগ না করে বিশ্বাস করে।
"আমি তোমাকে আমার নিজের চেয়েও বেশি বিশ্বাস করি" এটা বলে দেওয়া সহজ। তবে " আমি তোমাকে বিশ্বাস করার কারণ খুঁজে বের করার চেষ্টা করছি" এই কথাটা সাধারণত কেউ বলেনা।
আমরা মানুষকে অনুসন্ধান করার চেষ্টাটাই করতে চাইনা। আমাদের ভেতর অলসতা শেকড় গেথে বসেছে। যে জিনিস করতে আমাদের কষ্ট হয়না , আমরা সেটাই করি। আমরা সহজে যেটা করতে পারি তার নাম " বিশ্বাস "!!!
"আমি তোমাকে আমার নিজের চেয়েও বেশি বিশ্বাস করি" এটা বলে দেওয়া সহজ। তবে " আমি তোমাকে বিশ্বাস করার কারণ খুঁজে বের করার চেষ্টা করছি" এই কথাটা সাধারণত কেউ বলেনা।
আমরা মানুষকে অনুসন্ধান করার চেষ্টাটাই করতে চাইনা। আমাদের ভেতর অলসতা শেকড় গেথে বসেছে। যে জিনিস করতে আমাদের কষ্ট হয়না , আমরা সেটাই করি। আমরা সহজে যেটা করতে পারি তার নাম " বিশ্বাস "!!!
২. Nothing is free in the whole universe , Even Love & Respect !! ভালোবাসায় সুপ্ত একটা এক্সচেঞ্জ অফার থাকে "Give Love, Take Love" ,,,ভালোবাসো , ভালোবাসবো।
- তুমি আমাকে কেন ভালোবাসো?
- এমনিই ভালোবাসি। কোন কারণ ছাড়াই ভালোবাসি। হুদাই ভালোবাসি।
- এমনিই ভালোবাসি। কোন কারণ ছাড়াই ভালোবাসি। হুদাই ভালোবাসি।
সব ভন্ডের দল। নিজের লাভ ছাড়া কেউ কাউরে ভালোবাসেনা। কেউ ভালোবাসা পাওয়ার জন্য ভালোবাসে, আবার কেউ অন্যকে ভালোবেসে নিজে ভালো থাকার জন্য ভালোবাসে। নিজের একটু লাভ না থাকলে কে কারে ভালোবাসতে যাবে ?? মানুষ এতটা ভালো হয়ে গেছে কবে ??
৩. অবেলায় যে অসুখ ঢুকে যায় বুকের ভেতর , সে অসুখই মানুষকে বাঁচতে শেখায় ! বড় হতে শেখায়! ম্যাচিউর হতে শেখায় !
এই যে কিছু মানুষ সারাজীবন বোকাসোকা; সহজ সরল রয়ে যায়, গালি দিলে হাসে, মারলে হাসে, অপমান করলেও বুঝতে পারেনা, এদের কখনো অসুখ হয়নি।
এই যে কিছু মানুষ সারাজীবন বোকাসোকা; সহজ সরল রয়ে যায়, গালি দিলে হাসে, মারলে হাসে, অপমান করলেও বুঝতে পারেনা, এদের কখনো অসুখ হয়নি।
একটু কথায় মন খারাপ করো, অবহেলায় ব্যথা পাও, বিশ্বাসঘাতকতায় কষ্ট অনুভব করো, মানুষের দূরত্বে কান্না করো, জীবন ভালো লাগেনা, বেঁচে থাকতে ইচ্ছে হয়না, জীবনের প্রতি অনীহা চলে আসে, মন খারাপ হয়, খেতে ইচ্ছে হয়না, ঘুমাতে ভালো লাগেনা , আরো কত কি!
অথচ, এসব জিনিসই তোমাকে বড় হতে শেখায়।
বড় হওয়া এতো সহজ না। দাঁতে দাঁত চেপে কান্না করতে করতে মানুষ একসময় কান্না লুকাতে শিখে।
অথচ, এসব জিনিসই তোমাকে বড় হতে শেখায়।
বড় হওয়া এতো সহজ না। দাঁতে দাঁত চেপে কান্না করতে করতে মানুষ একসময় কান্না লুকাতে শিখে।
৪. তোমার বয়স বোধয় ২৫ অথবা দু বছর কম কিংবা বেশি। গড় আয়ু হিসেবে তুমি আর ৩০ বছর বাঁচো।
একদিন দেখতে দেখতে এসব বছর চলে যাবে , যেমন করে কাটিয়ে এসেছো বিগত বছরগুলো।
এই যে এত্ত দুঃখ দুঃখ করো , এটুকু দুঃখ জীবনে না থাকলে জীবন কি পানসে হতো, ভেবেছো?
স্বাদ নেই, গন্ধ নেই, অস্বস্তি নেই, অতৃপ্তি নেই। যা চাইছো , তা পাচ্ছ। কোথাও কোন শূন্যতা নেই।
সব পেয়ে যাওয়াটা ঈশ্বরের অভিশাপ। সে তোমাকে জীবন উপলব্ধি করতে দেয়নি। এই যে ছোট্ট একটা জীবন, তুমি জানো না, ব্যথা কি? কষ্ট কি? অপ্রাপ্তি কি?
তুমি দেখোনি , অভাবগ্রস্থ জীবনের পিছুটান! টানাটানির সংসারে ভালোবাসার ঘ্রান !
তুমি টের পাওনি, ক'বেলা না খেয়ে বেঁচে থাকা যায়?
একদিন দেখতে দেখতে এসব বছর চলে যাবে , যেমন করে কাটিয়ে এসেছো বিগত বছরগুলো।
এই যে এত্ত দুঃখ দুঃখ করো , এটুকু দুঃখ জীবনে না থাকলে জীবন কি পানসে হতো, ভেবেছো?
স্বাদ নেই, গন্ধ নেই, অস্বস্তি নেই, অতৃপ্তি নেই। যা চাইছো , তা পাচ্ছ। কোথাও কোন শূন্যতা নেই।
সব পেয়ে যাওয়াটা ঈশ্বরের অভিশাপ। সে তোমাকে জীবন উপলব্ধি করতে দেয়নি। এই যে ছোট্ট একটা জীবন, তুমি জানো না, ব্যথা কি? কষ্ট কি? অপ্রাপ্তি কি?
তুমি দেখোনি , অভাবগ্রস্থ জীবনের পিছুটান! টানাটানির সংসারে ভালোবাসার ঘ্রান !
তুমি টের পাওনি, ক'বেলা না খেয়ে বেঁচে থাকা যায়?
জীবন তো ফুরাবে, অথচ এই অনুভব অনুভূতির স্বাদ তুমি পাবেনা। আফসোস !
মানুষের দুঃখকে স্পর্শ করার ক্ষমতা যার থাকেনা, সে পৃথিবীতে এসেছে সামান্য জায়গা নষ্ট করতে। এর চেয়ে বেশি কিছু না।
৫. যে ছেলে ২৫ টা চাকরির ইন্টারভিউতে রিজেক্ট হয়ে ঘরে ফিরেছে, তার প্রেমিকা বলে " লাল রঙের লিপিস্টিকটা খুঁজে পাচ্ছিনা। আমার সাথেই কেন এমন হয়? why always me?''
জীবন যেখানে যেমন !
Comments
Post a Comment