বেশ অতৃপ্তি নিয়ে বেঁচে থাকার একটা আনন্দ আছে!
এই যে জীবনে একটা কিছু থাকেনা! একটা কিছু পাওয়া হয়না! একটা নির্দিষ্ট কিছুর প্রতি প্রচন্ড আকুলতা!
কারো জন্য শূন্যতা অনুভব হওয়া! এসব কিছু জীবনে খুব দরকার!
এই যে জীবনে একটা কিছু থাকেনা! একটা কিছু পাওয়া হয়না! একটা নির্দিষ্ট কিছুর প্রতি প্রচন্ড আকুলতা!
কারো জন্য শূন্যতা অনুভব হওয়া! এসব কিছু জীবনে খুব দরকার!
এই তো অল্প ক'টা দিন আগেও আমি বেশ নিঃসঙ্গতায় ছিলাম!
সন্ধ্যার আকাশ মন খারাপ করে দিলে, ঘরে ফিরে রুম লক করে বসে থাকতাম একা!
কখনো কখনো প্রচন্ড মন খারাপ লাগলে, একা একা আকাশ দেখা যেত! শূন্যতাটা আকাশের মত বিশাল হওয়া চাই!
ছোটখাটো শূন্যতাকে আমি অনুভব করতে পারিনা!
সন্ধ্যার আকাশ মন খারাপ করে দিলে, ঘরে ফিরে রুম লক করে বসে থাকতাম একা!
কখনো কখনো প্রচন্ড মন খারাপ লাগলে, একা একা আকাশ দেখা যেত! শূন্যতাটা আকাশের মত বিশাল হওয়া চাই!
ছোটখাটো শূন্যতাকে আমি অনুভব করতে পারিনা!
যে জিনিসকে আমি অনুভব করতে পারিনা, তার প্রতি আমার কখনো ভালো লাগা জন্মায়না!
আমি যখন নিঃসঙ্গতাকে অনুভব করি, তখন এটার প্রতিই আমার মায়া কাজ করে!
আমি যখন নিঃসঙ্গতাকে অনুভব করি, তখন এটার প্রতিই আমার মায়া কাজ করে!
আমি বেশ অগোছালো স্বভাবের ছেলে!
এই তো, প্রেমিকরা যেমন অগোছালো হয়! প্রতিটা প্রেমিককে গুছিয়ে দেওয়ার জন্য তার একটা প্রেমিকা আসে!
এসেই বলে, নিজের যত্ন নাও! ঠিক মতো খাওয়া দাওয়া করো! বেশি রাত জাগবেনা! একদম সিগারেট খাবেনা!
আমি সেই টাইপ অগোছালো প্রেমিক!
এই তো, প্রেমিকরা যেমন অগোছালো হয়! প্রতিটা প্রেমিককে গুছিয়ে দেওয়ার জন্য তার একটা প্রেমিকা আসে!
এসেই বলে, নিজের যত্ন নাও! ঠিক মতো খাওয়া দাওয়া করো! বেশি রাত জাগবেনা! একদম সিগারেট খাবেনা!
আমি সেই টাইপ অগোছালো প্রেমিক!
আমার অগোছালো থাকতে বেশ ভালো লাগে!
সারাদিনের কর্মব্যস্ততা শেষে ঘরে ফিরে বিছানার চাদরটা টানটান করে ঘুমাতে ইচ্ছে হয়না!
পকেট থেকে বের করা প্যাচানো হেডফোনটা খুলতে আলসেমি লাগে বলে, প্যাচানো তারটা কানের কাছে লাগিয়ে হালকা মিউজিকের কোন গান প্লে করে বসে থাকি!
রান্নাঘরটা এলোমেলো হয়ে আছে দেখলেও আমার দমবন্ধ হয়না!
কখনো কখনো খেতে ইচ্ছে না হলে খাইনা! ঘুমাতে ইচ্ছে না হলে সারারাত জেগে বসে থাকি!
একটা কবিতার বই খুলে নির্ঘুম রাত কাটিয়ে দেওয়ার আনন্দ তো ডিসিপ্লিন লাইফে থাকেনা!
ডিসিপ্লিন লাইফে কবিতার বই ভাঁজ করে টেবিলে রেখে ঘুমাতে হয়! আমি প্রচন্ড অগোছালো! আমার কবিতার বই খোলা অবস্থায় খাটের উপর পড়ে থাকে!
সকালে ঘুম ঘুম চোখে কবিতার বইয়ের ভাঁজ পড়া মলাট দেখতে দেখতে অফিস যাওয়ার প্রস্তুতি নেই!
সারাদিনের কর্মব্যস্ততা শেষে ঘরে ফিরে বিছানার চাদরটা টানটান করে ঘুমাতে ইচ্ছে হয়না!
পকেট থেকে বের করা প্যাচানো হেডফোনটা খুলতে আলসেমি লাগে বলে, প্যাচানো তারটা কানের কাছে লাগিয়ে হালকা মিউজিকের কোন গান প্লে করে বসে থাকি!
রান্নাঘরটা এলোমেলো হয়ে আছে দেখলেও আমার দমবন্ধ হয়না!
কখনো কখনো খেতে ইচ্ছে না হলে খাইনা! ঘুমাতে ইচ্ছে না হলে সারারাত জেগে বসে থাকি!
একটা কবিতার বই খুলে নির্ঘুম রাত কাটিয়ে দেওয়ার আনন্দ তো ডিসিপ্লিন লাইফে থাকেনা!
ডিসিপ্লিন লাইফে কবিতার বই ভাঁজ করে টেবিলে রেখে ঘুমাতে হয়! আমি প্রচন্ড অগোছালো! আমার কবিতার বই খোলা অবস্থায় খাটের উপর পড়ে থাকে!
সকালে ঘুম ঘুম চোখে কবিতার বইয়ের ভাঁজ পড়া মলাট দেখতে দেখতে অফিস যাওয়ার প্রস্তুতি নেই!
কর্পোরেট জীবনটা বেশ যান্ত্রিক! সকালে ঘুম থেকে উঠে অফিস যাও আর সন্ধ্যায় ঘরে ফিরো! এটুকু সময় ডিসিপ্লিন মেইনটেইন করতে হয়! ডিসিপ্লিন মানেই কেমন একটা দমবন্ধ করা অনুভূতি!
সম্পর্কের বেলায়ও আমি বেশ অগোছালো! যত্ন নিতে পারিনা!
সম্পর্ক হতে হবে কুচকানো বিছানার চাদরের মতো আপন!
অফিস ডেস্কের মতো পরিস্কার পরিছন্ন সম্পর্কের প্রতি মায়া জন্মায় না!
আমি সম্পর্ককে অযত্নে ফেলে রাখি! কেউ কেউ শ্বাস নিতে না পারলে চলে যায়! আমি কখনো আটকাই না! গুছানো পরিপাটি জায়গাতে তো যেকেউই রয়ে যেতে পারে! অগোছালো যায়গাটার মূল্য অনেক বেশি!
যে মানুষ নর্দমাকে ভালোবেসে জীবনে থেকে যায়, তার থেকে যাওয়াটা অনুভব করা যায়!
সম্পর্ক হতে হবে কুচকানো বিছানার চাদরের মতো আপন!
অফিস ডেস্কের মতো পরিস্কার পরিছন্ন সম্পর্কের প্রতি মায়া জন্মায় না!
আমি সম্পর্ককে অযত্নে ফেলে রাখি! কেউ কেউ শ্বাস নিতে না পারলে চলে যায়! আমি কখনো আটকাই না! গুছানো পরিপাটি জায়গাতে তো যেকেউই রয়ে যেতে পারে! অগোছালো যায়গাটার মূল্য অনেক বেশি!
যে মানুষ নর্দমাকে ভালোবেসে জীবনে থেকে যায়, তার থেকে যাওয়াটা অনুভব করা যায়!
বেশি সুখ সুখ জীবন আমার কাছে অভিশাপ লাগে! কেমন স্বাদহীন একটা জীবন! কোন দুঃখ কষ্ট নেই! যেদিকে যাবো, শুধু সুখ আর সুখ!
মানুষকে প্রচন্ড সুখ দিয়ে একঘেয়ামী করে দেওয়া যায়! দুঃখে কখনো একঘেয়ামী আসেনা!
আমি দুঃখ কষ্টকে প্রচন্ড অনুভব করি! যখন আমার কষ্ট পাওয়ার মতো কিছু থাকেনা, তখন অবসরে বসে বসে আমি কষ্ট বানাই!
মানুষকে প্রচন্ড সুখ দিয়ে একঘেয়ামী করে দেওয়া যায়! দুঃখে কখনো একঘেয়ামী আসেনা!
আমি দুঃখ কষ্টকে প্রচন্ড অনুভব করি! যখন আমার কষ্ট পাওয়ার মতো কিছু থাকেনা, তখন অবসরে বসে বসে আমি কষ্ট বানাই!
দুঃখবিলাসের মতো এত বড় বিলাসিতা আর কিছুতে নেই!
একা থাকলে আমি সঙ্গীর প্রয়োজনিয়তা অনুভব করি!
কেউ সঙ্গী হলে, আমার একা হতে ইচ্ছে হয়!
একাকিত্ব এবং নিঃসঙ্গতার মতো এতটা প্রিয় কখনো কেউ হয়নি!
আমি আমার এক তৃতীয়াংশ সময় কাটিয়েছি আমার নিজের সাথে!
আমি আমাকে যতটুকু চিনি, এত'টা চিনতে অন্য কেউ কখনো পারবেনা!
কেউ সঙ্গী হলে, আমার একা হতে ইচ্ছে হয়!
একাকিত্ব এবং নিঃসঙ্গতার মতো এতটা প্রিয় কখনো কেউ হয়নি!
আমি আমার এক তৃতীয়াংশ সময় কাটিয়েছি আমার নিজের সাথে!
আমি আমাকে যতটুকু চিনি, এত'টা চিনতে অন্য কেউ কখনো পারবেনা!
আমার সমস্ত জীবন আমি আমার নিজের পেছনে বিনিয়োগ করে যেতে চাই!
আমি আমাকে এবং আমার অগোছালো জীবনে ইনডিসিপ্লিনকে প্রচন্ড ভালোবাসি এবং শ্রদ্ধা করি!
আমি আমাকে এবং আমার অগোছালো জীবনে ইনডিসিপ্লিনকে প্রচন্ড ভালোবাসি এবং শ্রদ্ধা করি!
আমি যেমন, তেমনটাই সুন্দর!
অগোছালো থেকে গোছালো হয়ে গেলে, আমি আমার নিজেকে হারাবো!
নিজেকে হারিয়ে বেঁচে থাকার যে জীবন, তাকে বেঁচে থাকা বলেনা।
অগোছালো থেকে গোছালো হয়ে গেলে, আমি আমার নিজেকে হারাবো!
নিজেকে হারিয়ে বেঁচে থাকার যে জীবন, তাকে বেঁচে থাকা বলেনা।
সব মনের কথা বলছেন৷ এক বছর উপর থেকে লেখা গুলি পড়ি
ReplyDelete