গতকাল রাতে প্রেমিকারে নিজের পায়ে দাঁড়ানোর জন্য যেই স্ট্যাটাস দিছিলাম তাতে হাহা রিয়্যাক্টের সংখ্যা তুলনামূলক বেশি!
সেইখানে আবার মেয়েদের হাহা রিয়্যাক্টের সংখ্যাও একেবারে কম না!
কথাটারে হাইসা উড়ায় দেওয়া সহজ কিন্তু কথাটা থেকে আমি আপনারে কি মেসেজটা দিতে চাইছি, ওইটা আপনি বুঝতে পারেন নাই!
আমি জগতের সকল প্রেমিকদের উদ্দেশ্যে বলতে চাই, জগতের সিস্টেমরে বদলান!
আপনার প্রেমিকারে বিয়ার আগে স্বাবলম্বী হইতে বলেন!
প্রেমিকারে স্বাবলম্বী করতে না পারলে, সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকবো প্রজন্মের পর প্রজন্ম!
যা কইরা গেছে আমার দাদা, তার দাদা, তার দাদা!
বিয়া করতে গেলে, "পোলা কি করে?" এই প্রশ্ন করার অধিকার মাইয়ার মা বাপের আছে! পাশের বাসার আন্টিরও আছে! মেয়ের বান্ধবীদেরও আছে!
এখন সিস্টেমরে বদলাইয়া একটু ডেভলপ কইরা পাশাপাশি জিগাইতে হবে যে "মাইয়া কি করে?"!!
তার চাকরি বাকরির খবর কি?
কয় টাকা মাইনে পায়?
যা টাকা মাইনে পায় এই টাকা দিয়া তো আমার পোলার গরম পানিও হইবো না!
সিস্টেমরে বদলান, যাতে বাংলা সিনেমায় নাইকা যাইয়া তার প্রেমিকের বাপেরে বইলা আসে, " চৌধুরী সাহেব আমরা গরীব হইতে পারি, মাগার আপনার পোলারে তিন বেলা খাওয়ানের হেডম আমাগো আছে!'
নারী মুক্তি, নারী স্বাধীনতা নারীবাদরে আমি শ্রদ্ধা করি! যদিও কিছু পুরুষবিদ্বেষী নারীবাদীর প্রতি আমার অনিহা আছে!
কারন, তারা পুরুষরে এমন জায়গায় নিয়া দাঁড় করাইছে যে পুরুষরা ভীনগ্রহ থেকে ভুল কইরা পৃথিবীতে চইলা আসছে!
পুরুষ না থাকলেও তাগো জন্ম হইতো! শরীরের চাহিদা মিটাইতে হাতই তাগো প্রেমিকের কাম চালাইবো!
যাইহোক
যেইদিকে ছিলাম, সেইদিক যাই!
নারী মুক্তি পাওয়ার প্রথম ধাপ হইলো নারীর অর্থনৈতিক মুক্তি!
মানসিক মুক্তি! মানসিক মুক্তি মানে, নারীরে তার সমাজিক গোড়ামি থেকে বের হইয়া আসতে হইবো!
আমার এই ২৬-২৭ বছরের জীবনে আমি বহু পোলাগো দেখছি ২৩-২৪ বছরে ছ্যাকা খাইয়া ব্যাকা হইয়া বইসা আছে!
পোলাগো বিয়ার বয়স ২০, তবে ২০ বছরের একটা পোলা কেবল ইন্টারমেডিয়েট কম্পিলিট করতে পারে।
২৩-২৪ এ যাইয়া অনার্স শেষ কইরা যখন চাকরির জন্য এই দুয়ার ওই দুয়ারে ঘুরে, তখন তার সমবয়সী প্রেমিকারে বিয়া দিয়া দেওয়া হয় কালা কুলা টাক্লা কোন বড়লোক বাপের বাদাইম্মা অথবা ৩৪ বছর বয়সী সেটেলড পোলার কাছে!
প্রেমিকের সাথে প্রেমিকার আর মিল হয়না, কারন প্রেমিক এখনো বেকার!
আমার কথা সেইটা না, আমার কথা হইলো প্রেমিকা কি সেটেলড?
সংসার কি একটা পোলার একার?
দায়িত্ব এবং দায়বদ্ধতা কি পোলাগো জন্ম থেকেই দেওয়া হইছে?
যদি কন যে, পোলা হইলে দায়িত্ব নিতেই হইবো, তাইলে নারী স্বাধীনতা চাইয়েন না।
নারী স্বাধীনতা মানে নারীরে তার নিজের এবং সংসারের দায়িত্বটা পুরুষের মতো কইরাই নিতে হইবো। যুগ যুগ ধইরা পুরুষের ঘাড়ের উপর বইসা খাওনের যে ধান্দা সমাজ ক্রিয়েট কইরা রাখছে, এই ধান্দা থেকে বের হইয়া বাস্তব চিন্তার জগতে আসা প্রয়োজন।
নারীরে স্বাবলম্বী হইতে হইবো!
অর্থনৈতিকভাবে পুরুষের সমকক্ষ হইতে হইবো!
নারীরে নিজের পায়ে দাঁড়াইতে শিখতে হইবো।
নারীর এইটা মাথায় সেট করতে হইবো যে, আমি নিজে একটা বেকার মেয়ে হইয়া খালি যৌবনের রূপরসে একজন বিসিএস ক্যাডাররে বিয়া কইরা সেটেলড হইয়া গেলে, এই সমাজব্যবস্থা বদলাইবো না কয়েক শত বছরেও।
আবেগি প্রকৃত প্রেমিক ভাইজানেরা,
আপনার প্রেমিকারে রিক্সা ভাড়া দিতে শেখান! আপনার প্রেমিকারে রেস্টুরেন্টের বিল দিতে শেখান। আপনার প্রেমিকারে শেখান, টাকা না থাকলে বয়ফ্রেন্ডের টাকায় শপিং করার নির্ভরশীলতা থেকে বের হইয়া আসতে হইবো!
আপনার প্রেমিকারে শেখান, স্টার সিনেপ্লেক্সে যার যার টিকেট সে সে নিয়া পাশের সিটে বইসা সিনেমা দেখতে হয়!
পকেটে ৫০ টাকা নিয়া বলতে নাই৷ আজকে আমার আমেরিকান পাস্তা, গ্লোরিয়া জিন্সের কফি খাইতে মন চাইতেছে!
আর যদি আপনার প্রেমিকার এইসব করার অভ্যাস এখনি থাইকা থাকে, তাইলে আপনি লাকি, ভাই।
আপনারে দেখলে আমার জেলাস লাগে!
আমার দেশের সোনার প্রেমিক ভাইরা,
ভালোবাসছেন ভালো কথা, তয় বিয়া করার আগে যখন আপনার প্রেমিকা বলে, "একটা কিছু করো তাড়াতাড়ি" তখন তার মুখের উপর বলেন, তুমিও একটা কিছু করো!
নিজে চাকরি একটা পাইয়া, ভালোবাসার বেকার প্রেমিকারে হুট কইরা বিয়া কইরা লুট কইরা নিয়া আসবেন, এইটা তো আপনার বাপ দাদার মতো হইয়া গেলো!
আপনি চাকরি পাইলে প্রেমিকারে কন যে, তোমার মতো একটা বেকার মাইয়ারে তো বিয়া করতে পারুম না।
আমার পরিবার তোমারে মানবো না।
এমন করলে দেখবেন, একদিন পৃথিবীর সব মাইয়া আগে নিজে সেটেলড হইয়া তারপর বিয়ার কথা মুখে আনবো!
আমি বুঝতাছি আমার স্ট্যাটাস পইড়া পরে আপনি একটা হাহা রিয়াক্ট মাইরা একটু পর আবার প্রেমিকারে ফোন দিয়া হয়তো বলবেন, "আর কয়টা দিন সবুর করো, রসুন বুনেছি" মানে, আর কয়টা দিন ধৈর্য্য ধরো, নিশ্চয়ই একটা চাকরির ব্যবস্থা হয়ে যাবে!
আমার দেখার শখ,
দুনিয়ার সকল প্রেমিকারা নিজে আগে বিসিএস ক্যাডার হইয়া তারপর বিসিএস ক্যাডার জামাই, আগে নিজে সেটেলড হইয়া তারপর সেটেলড পোলা বিয়া করবো!
প্রেমিকের মাথার উপর কাঠাল ভাইঙ্গা খাওয়ার দিনও একদিন শেষ হইবো।
যেইদিন প্রেমিক প্রেমিকা দুইজনই সেটেলড হইয়া বিয়া করবো, সেইদিন থেকে দুনিয়ার প্রতারক প্রেমিক প্রেমিকার সংখ্যা কইমা যাইবো।
কারন, দুইজন একসাথে সেটেলড হইলে, ছাইড়া যাওয়া লাগেনা।
এখন আসি, আমাগো সোনার ছেলেগো দিকে! নারীরে নারী বানাইয়া নারীরা তো নিজেরে রাখছেই, সাথে সাপোর্ট দিতাছে কতিপয় সত্যিকারের ভালোবাসি টাইপ বুলি আউরানো প্রেমিককূল!
বিয়ার পর তোমারে কোন কাজ করতে হইবো না। আমিই রান্না করুম! অফিস করুম! টাকা ইনকাম করুম!
বিয়ার পর তোমারে ঘরে সাজায় রাখুম! যত্ন কইরা রাখুম!
আর রাতের বেলায় তুমি চ্যাগাইবা (মনে মনে) আর আমি লাগামু!
বিয়া করার আগে অত লুতুপুতু করার কি দরকার। ছুটির দিনে দুইজন একসাথে রান্না কইরা খান।
ক্লান্ত শরীর নিয়া ঘরে আইসা সারাদিন পর দুইজনই দুইজনরে লাগান। দুইজন একই সাথে ইনকাম করলে, কাজের মানুষ রাইখা নেন।
সন্তান জন্মের সময় মাতৃত্বকালীন ছুটি নেন। কর্পোরেট দুনিয়া তো নারীর জন্য সুযোগ সুবিধা দিতাছেই।
এখন যদি আপনে বলেন, চাকরি করতে গেলে পুরুষ মানুষ আপনার লগে শুইতে চায়, তাই চাকরি করেন না।
ইট কান্ট বি অ্যান এক্সকিউজ!
আপনি পুরুষ দ্বারা নির্যাতিত হইলে, আইনের আশ্রয় নেন। পুরুষের লুইচ্চামির প্রতিবাদ করেন।
একদিন দুইদিন পর আপনার প্রতিবাদে এইসব বদলায় যাইবো।
আমি বহু কর্পোরেট দেখছি, শরীর টরীরের টাইম নাই ওইখানে।
চাকরি পাইতে যোগ্যতা লাগে! শিক্ষা লাগে! হেডম লাগে!
মাইয়া তো অনার্স পাশ! তাইলে মুড়ি খান! অনার্স পাশ কইরা আট হাজার টাকা বেতনের মার্কেটিং এর চাকরি পাওয়া যায়!
আর আপনি অনার্স পাশের সার্টিফিকেট কলিজার ভেতর লইয়া আশি হাজার বেতনের ক্যাডার খুঁজেন!
যাইহোক,
মাইয়াগো কাছে আমারে ভালো লাগবোনা। তবে বইন, নিজের পায়ে দাঁড়ান!
বাপের টাকায় ফুটানি করা বাদ দিয়া, জামাইয়ের টাকায় ১৫০০০ টাকা দামি জামা না কিইনা, নিজের কষ্টের টাকায় কিনেন।
পোলা স্বাবলম্বী না, এই জন্য প্রেম বিয়া পর্যন্ত যায়না, এইটা ঠিক না!
মাইয়াও স্বাবলম্বী না, এইজন্য আসলে সম্পর্কটা বিয়া পর্যন্ত যায়না!
আমি নারীবিদ্বেষ প্রকাশ করতাছি না। আমি চাই, নারী মুক্ত হইতে চাইলে, মুক্তি পাইতে চাইলে, আগে তার অর্থনৈতিক মুক্তি আসুক!
সবশেষে,
আমি আমার প্রেমিকারে এই স্ট্যাটাসের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই "আগে নিজের পায়ে দাঁড়াইয়া তারপর বিয়া করার কথা কইবা। কোন বেকার মাইয়ারে আমি ভালোবাসার অজুহাতে বিয়া কইরা ঘরে তুলবো না।"
ধন্যবাদ!

Comments

Popular posts from this blog