আমার একটা বদ অভ্যাস হলো, আমি হিসেব করে চলতে পারিনা!
এই যেমন এই বেলায় পকেটে শেষ ৫০ টাকা খেয়ে ফেলার সময় আমি অন্য বেলার চিন্তা করিনা! এমন অসংখ্য দিন আমি টাকা বিহীন পকেটে কাটিয়ে দিয়েছি!
ঢাকায় আসার ১ বছর পর থেকেই যেহেতু আমি বাসা থেকে টাকা নেওয়া বন্ধ করে দিয়েছিলাম, সুতরাং এই বাকি ৯ বছরের জীবনটাকে এখানে টেনে নিয়ে আসাটা একেবারে সহজ ছিল না!
যখন একটা বেনশন সিগারেটের দাম ৮ টাকা ছিল, তখন মাঝে মাঝে এমন হয়েছে যে আমার পকেটে ৫ টাকা আছে!
যেহেতু সিগারেটের প্রচন্ড বদ অভ্যাস আমার আছে, সেহেতু এটার চাহিদার পরিমানটা একদমই নগন্য নয়! তারপরও কখনো কখনো সেই শেষ ৫ টাকা দিয়ে দিয়েছি পথে হাত পেতে দাঁড়িয়ে থাকা গালের চামড়া ঝুলে যাওয়া ভিখারিনিকে!
একটু পর কি হবে, এই দুঃশ্চিন্তাটা আমি করতে পারিনা! টিউশনির বাসা থেকে একদিন হুট করে বলে দিলো, সামনের মাস থেকে ওর জন্য নতুন শিক্ষক রেখেছে! আমাকে আর যেতে হবেনা!
অথচ, ওই ৪০০০ টাকার টিউশনিতেই আমার সারা মাস চলে!
আমি টিউশনি শেষ করে হাটতে হাটতে রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভ থেকে ৩০০ মিটার দূরে একটা খেলার মাঠে ক্রিকেট খেলতে নেমে গেলাম!
দুটো উইকেট পাওয়ার পর আনন্দে ঘরে ফিরলাম! সামনের মাস থেকে কিভাবে চলবো, এই চিন্তাটা আমাকে গ্রাস করতে পারেনি কখনো!
আমি বিশ্বাস করি, মৃত্যু ব্যতিত আর কোন কিছুই জীবনকে থামিয়ে দিতে পারেনা!
জীবন চলবে জীবনের মতো! মানুষ কখনো না খেয়ে মরে যায়না!
চাইলে বাসা থেকে টাকা নিয়ে চলা যায়, আমার আত্মসম্মানবোধে লাগে!
আমার পকেটে টাকা থাকলে আমি সিএনজিতে চলাচল করি! টাকা না থাকলে হেটে গন্তব্যে যাই! হেটে হেটে আমি মানুষ দেখি! অভাব দেখি! পথশিশু দেখি! জীবন দেখি!
মানুষ ততোক্ষন পর্যন্ত ম্যাচিউর হয়না, যতক্ষন সে অর্থসংকটে ভুগে না!
আমার বেঁচে থাকার জীবন সহজ! এখানে জটিলতা নেই!
আমি বেঁচে থেকে দেখেছি একা! কারো কাছে কিছু চাইবার মতো মানসিকতা আমার জন্মায়নি কখনো!
আমার জীবনে প্রকৃত বন্ধুর সংখ্যা খুবই কম! তবে, নামে মাত্র প্রচুর বন্ধু আছে!
একসময় এমন হয়েছিলো যে, আমি ভাবতাম একটা খেলার মাঠে আমার সব বন্ধুকে একসাথে জায়গা দেওয়া যাবেনা!
তারপর আস্তে আস্তে দূরে সরে এসেছি! এসব সুসময়ের বন্ধু জীবনের জন্য ক্ষতিকর!
বেঁচে থাকার যুদ্ধটা নিজে নিজেই করতে হয়!
সবকিছু ছেড়ে দিয়ে যে ক'জন বন্ধু আমার আছে, তারা প্রায়ই আমার কাছাকাছি স্ট্যাটাসের ফ্যামিলি বিলং করে!
আমি সবসময় একটা ক্লাস মেইনটেইন করে চলার চেষ্টা করি! পরের অর্থ, সম্পদ, অাধিপত্য, অাভিজত্যের প্রতি আমার কখনো মোহ কাজ করে না!
আমার অসংখ্য পরিচিত বন্ধু আছে, যাদের বাবার গাড়ি বাড়ি আর অসংখ্য সম্পদ আছে! আমি তাদের থেকে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলেছি!
আমার পকেটে টাকা না থাকলে, আপনি আমাকে জোর করে কোন রেস্টুরেন্টে খেতে বসাতে পারবেন না! খাওয়ার পর আপনি বিল দিবেন, আমি সেই অপেক্ষায় আপনার দিকে ফ্যালফ্যাল করে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকার মতো মানসিকতা নিয়ে বড় হইনি! পরনির্ভরশীলতা আমি প্রচন্ড অপছন্দ করি! যেহেতু নিজের বাবার গাড়ি নেই, সেহেতু অন্যের সন্তানের দামী গাড়িতে আমাকে টেনে হিচরেও উঠানো যাবে না!
আমি তাদের সাথে মিশতে ভালোবাসি, যারা আমার লেভেলে আছে!
আমার হিসেব নিকেশের ব্যপারটা অন্যদের মতো হয়না! প্রেম ভালোবাসা সম্পর্কের ব্যপারেও আমি প্রচন্ড ড্যামকেয়ার স্বভাবের!
যে যাবে যাক! যে থাকবে থাক! জোর করে মানুষকে জীবনে আটকে রাখার চেষ্টা করাটাই সবচেয়ে বড় বোকামি!
বড়লোক বাবার সুন্দরী মেয়েতে আমার মুগ্ধতা কাজ করেনা!
যে মানুষ আমার সমকক্ষ না, সে মানুষের সংস্পর্শেও আমি যাইনা!
যে মেয়ে একবার বলে, এয়ার কন্ডিশন ছাড়া আমি এক ঘন্টাও থাকতে পারিনা, তার জন্য আমি না! আমি ছোটবেলা থেকে বড় হয়েছি আমাদের বাড়ির পূর্ব পাশের নারিকেল গাছের বাতাস গায়ে লাগিয়ে! আমি পড়াশুনা করেছি হারিকেনের আলোয়!
আমার জন্য উচ্চবিলাসী মানুষ উপযুক্ত না! ভালোবাসার ব্যপারে ক্লাস মেইনটেইন না করতে পারার মতো এমন বিরম্বনা আর কিছু নেই!
ওই যে একটা গ্রামের মেয়ে পুকুরের জলে পা ভিজিয়ে বসে থাকে বিকেল বেলা, আজানের সময় মাথায় ঘোমটা দেয়, চোখে কাজল লেপ্টে ঘুরে বেরায়, জবা ফুলটা কানের কাছে গুজে রেখে আয়না দেখে, সে আমার ক্লাসের মধ্যে যায়!
আমার মাসিক ইনকাম একেবারে খারাপ না! মোটামুটি ভাবে কাটিয়ে দেওয়া যাবে জীবন!
তবু একটা ভুল মানুষ হুট করে জীবনে ঢুকে যাক, এটা চাইনা!
এমন মানুষ জীবনে আসুক, যার চাহিদা আমার যোগানের তুলনায় বেশি না হয়ে যায়!
একদম সহজ সরল জীবন কাটিয়ে দেওয়ার একটা যোগ্যতা আমার আছে!
অফিসে ৯ ঘন্টা এয়ার কন্ডিশন থেকে বের হয়ে আমার সুখ সুখ লাগে ঘরের সিলিংয়ে ঝুলে থাকা ন্যাশনাল ফ্যানের বাতাসে!
আমাকে ফাইভ স্টার হোটেলে থাকতে দিলেও আমি পারি, আবার আমাকে ১০০ টাকার সিট ভাড়াওয়ালা হোটেলে মাসের পর মাস কাটাতে দিলেও আমার সমস্যা হয়না!
হাই কমোড টয়লেট এবং লো কমোড টয়লেট দুটোতেই আমি কমফরটেবল ফিল করি!
ডিম ভাজি দিয়ে ভাত খেয়েও আমি তৃপ্তি পাই, আবার চিকেন পেরি পেরি খেতেও আমার অসহ্য লাগেনা!
একজন পাইলট এবং একজন রিক্সাওয়ালা দুজনের সাথেই আমি ১০ মিনিটে ভালো সম্পর্ক বানাতে পারি!
ক্লাইন্ট ডিল করার সময় আমি বাংলা এবং ইংলিশ দুটোতেই সমান তালে চালিয়ে নিতে পারি!
এভরিথিং ইজ জাস্ট অ্যা ম্যাটার অফ এডজাস্টমেন্ট!
জীবনটাকে জটিল করে ফেললেই জটিল হয়! আমি বরং সবসময় এটাকে সহজ ভাবি!
আমি যা না, আমি কখনোই তা হওয়ার চেষ্টা করিনা!
সুতরাং, ক্লাস মেইনটেইন করে কাছের মানুষ বানাতে পারলে, নিজের শেকড় মনে রাখতে পারলে, ঠিকঠাক এডজাস্ট করতে পারলেই জীবন সুন্দর!
সরল হও, জীবন সহজ হবে!

Comments

Popular posts from this blog