"আজকের পর আর ফেসবুকে আসবো না" এরকম স্ট্যাটাস দেওয়ার পরও মানুষটা একটু পর পর এসে লাইক কমেন্ট হিসেব করে!
সে দেখতে চায়, তার অনুপস্থিতিতে কে কে শূন্যতা অনুভব করে!
কমেন্টের রিপ্ল্যাই দেয়!
কেউ কেউ প্রশ্ন করে, "কি হয়েছে?"
সে জবাব দেয়, "এই ভার্চুয়াল জগৎ থেকে একটু দূরে থাকতে চাই!"
এরকম স্ট্যাটাস যারা যারা দিয়েছে, তারা বেশিরভাগই একটা সময় পর আবার এই প্ল্যাটফর্মে ফিরে আসে!
এসে সবাইকে জানায়, সে আবার এসেছে! এরপর অপেক্ষা করে, কার কি প্রতিক্রিয়া হয়, সেটা দেখার জন্য!
কেউ যখন বলে, "আপনাকে খুব মিস করেছি" তখন এক ধরনের ভালো লাগা কাজ করে!
মানুষ আসলে চায়, তার অনুপস্থিতি অন্য কিছু মানুষের শূন্যতার কারন হোক!
এই যে ফেসবুকে যারা চলে যাওয়ার হুমকি দেয়, তারা আসলে চায়,কেউ তাকে বলুক " না গেলে হয়না?"
মানুষ মূলত দূরে যেতে চায়, মানুষের এটেনশন পাওয়ার জন্য!
মানুষ দূরে যেতে চায়, মানুষের এটেনশন ঠিকঠাক না পেলে!
সম্পর্কের ক্ষেত্রেও এরকম হয়!
একজন অন্যজনকে বলে, আমি দূরে চলে যাবো! সে চায় বিপরীত পাশ থেকে আওয়াজ আসুক "থেকে গেলে হয়না?"
মানুষের চলে যাওয়ার নোটিশ মানে হলো, সে থাকতে চায়! সে চায় কেউ একজন প্রচন্ড আকুলতা নিয়ে তাকে আটকানোর চেষ্টা করুক!
মানুষ খুব সহজে তার অভ্যাসের জায়গা থেকে বেরিয়ে আসতে পারেনা!
আমার প্রায়ই মনে হয়, ফেসবুক থেকে বেরিয়ে আসি! কখনো কখনো এই নীল সাদার ফেসবুক অসহ্য লাগে! আমি আইডি ডিএক্টিভ করে রাখি!
তারপর আবার কিছুক্ষন পর ফিরে আসি! অভ্যাস থেকে বেরিয়ে আসাটা কঠিন!
মানুষ যখন একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসে, সেও আবার ফিরে যাওয়ার চেষ্টা করে!
ওটাও অভ্যাস!
রোজ রোজ ঝগড়া করার কারনে যে সম্পর্কটা নষ্ট হয়, সে সম্পর্কটা ভেঙে যাওয়ার পর তারা ঝগড়াটাও মিস করে!
মাঝে মাঝে সবকিছু মেনে নিতে ইচ্ছে হয়! মনে হয়, থাক না মানুষটা!
তারপর ফেসবুকে ফিরে আসার মতো করে আবার কেউ কেউ সম্পর্কে ফিরে আসে!
দিনশেষে সবাইকেই তার ব্যক্তিগত ঘরে ফিরে আসতে হয়!
ফিরে আসাটাও অভ্যাস!
পৃথিবীতে অভ্যাসের মতো বেহায়া স্বভাবের আর কিছু নেই!

Comments

Popular posts from this blog