বাস্তব জীবনের সম্পর্কগুলো ফেসবুকের "রিলেশনশিপ গোলস" পেজে আপলোড দেওয়া সাদা ব্যাকগ্রাউন্ডের কিউট ছবির মতো হয়না!
বাস্তব জীবন আর ভার্চুয়ালের মধ্যে একটা বিশাল পার্থক্য আছে!
ভার্চুয়ালের দেয়ালে ঝুলে থাকা আর্টিফিসিয়াল সম্পর্ক আমাদের বাস্তবের সম্পর্কগুলোকে স্বাদহীন করে দেয়!
রিলেশনশিপ গোলস এর ছবি দেখে আমার মাঝে মাঝে ওরকম একটা কিউট সম্পর্কে যেতে ইচ্ছে হলেও, দিনশেষে আমি ওসব কিউটনেসে গাঁ ভাসিয়ে দিতে পারিনা!
ছবি গুলো বেশ সুন্দর!
একজন অন্যজনের কোলের উপর মাথা রেখে ঘুমাচ্ছে! প্রতি বেলায় আদর করে খাইয়ে দিচ্ছে!
এদেশ ওদেশ ঘুরে বেরাচ্ছে দুজন! সন্তানের পেটে চুমু খাচ্ছে বাবা, যখন সে তার মায়ের পেটে!
ওসব ছবিতে থাকা খাটের উপর বিছানো বিছানার চাদরের রং সাদা!
পেছনের দেয়ালে সাদা রংয়ের চুনকাম করা! ওহ, কি শুভ্রতা! কি সুন্দর! কি আশ্চর্য রকমের রোমান্টিকতা!
অথচ,
বাস্তবে আমাদের ঘর হয়, পুরান ঢাকায় এক চিপা গলিতে!
যে ঘরের দেয়ালে শেওলা পড়ে থাকে! আমাদের বিছানার চাদরের উপর থাকে বড় বড় গোলাপ ফুলের ছবি!
বারান্দায় ফুলের বাগান করার স্বপ্ন দেখা মেয়েটা, বেলকনির গ্রিলে ব্লাউজ শুকাতে দেয়!
কল্পনার সাথে বাস্তবের অমিল প্রচুর!
যেখানে চাউল আনলে লবনটা ফুরিয়ে যায়, সেখানে রিলেশনশিপ গোলস থাকে দুবেলা ভাত খেয়ে বেঁচে থাকা!
এদেশ সেদেশ ঘুরে বেরানো অবশ্যই রোমান্টিক একটা ব্যপার! অথচ, আমরা শহর থেকে গ্রামে যাওয়ার বাজেট নিয়ে দুঃশ্চিন্তা করি!
আমার প্রেমিকা যখন রিলেশনশিপ গোলস এর একটা ছবি আমাকে ইনবক্সে দিয়ে বলে, "কিউট না?"
আমি তখন সেটাকে কিউট বলে, তাকে আমার জীবন থেকে বাদ দিয়ে দেওয়ার চিন্তা করি!
আমি তার জীবনে প্রবেশের আগে নিজেকেই নিজে রিজেক্ট করে দিই!
হবেনা, অত'টা সৌখিনতা আমাদের দিন এনে দিন খাওয়া মানুষের জীবনে আসেনা!
আমরা বেঁচে থাকি কোনরকম দুবেলার ডাল ভাতে!
রিলেশনশিপ গোলস বলতে আমি বুঝি, সমস্ত যুদ্ধ এবং স্ট্রাগল শেষে জীবনের শেষ শ্বাস পর্যন্ত দুজন মানুষ একসাথে রয়ে যাওয়া!
অত'টা লাক্সারি তো সবার জীবনে আসেনা!
আমার জন্ম নিন্মমধ্যবিত্ত পরিবারে! এখন নিজেদের কিছুটা মধ্যবিত্ত বলে দাবী করতে পারি!
এটুকু গুছিয়ে আনাটা একটা যুদ্ধের মতো ছিল! আমার মা বাবার রিলেশনশিপ গোলস ছিল, সন্তানদের মানুষ করা!
কত'টা মানুষ হয়েছি জানিনা, তবে একেবারে অমানুষ হইনি!
আমি খুব বেছে বেছে মানুষের সাথে মিশি! অতিরিক্ত উচ্চাকাঙ্খা বুকে লালন করা মানুষকে আমি কখনোই কাছের মানুষ বানাই না!
এদের এক্সপেক্টেশন থাকে আকাশে! মাটির দিকে তারা কখনো তাকাতে চায়না! মাটি দেখলেই থুথু ফেলতে ইচ্ছে হয়!
আমার জন্ম হয়েছে মাটির ঘরে! মাটিতে কেটেছে শৈশব!
আমি তো মাটিকেই ভালোবাসি!
রিলেশনশিপ গোলস এর ছবি দেখলে আমি হাসতে হাসতে বলি, "জীবন এত সহজ না! জীবন এত সরল না! জীবন এত'টা রোমান্টিক কখনো হয়না!"
বাস্তবতাকে অনুভব করো, দেখবে জীবন মানে প্রতিটা পদে পদে প্রতিকূলতার সম্মুক্ষিন হওয়ার সমষ্টি!
আমাদের জীবনের ব্যাকগ্রাউন্ডে সাদা কোন দেয়াল নেই! তাই ছবি তুললে সুন্দর হয়না!
আমাদের দেয়ালে উইপোকার ডিবি থাকে! সে ঘরে উইপোকা এবং মানুষ পাশাপাশি বাঁচে!
একদিকে ঘর বানাই আরেকদিকে সে ঘর উইপোকা খেতে শুরু করে!
এটাই আমাদের বাস্তুসংস্থান! এটাই আমাদের ব্যক্তিগত ঘরের ডেফিনেশন!
এখানে দুপুর হলে সুইমিংপুল দেখা যায়না! বাড়ির পেছনের বড় পুকুরে ঝাপিয়ে যারা বড় হয়েছে, তারা সুইমিংপুল কল্পনা করেনা!
আমাদের ঘরে ক্যান্ডেল নাইট ডিনার হয়না! আমরা মোমবাতি জ্বালাই আলোর প্রয়োজনে!
এ যুগের আর্টিফিসিয়াল রিলেশনশিপ গোলস আসলে সম্পর্কের প্রতিবন্ধকতা তৈরী করে!
সম্পর্কের বাস্তব লক্ষ্য আসলে এক সাথে একই ছাদের নিচে দুঃখ কষ্টকে মোকাবেলা করে জীবনের শেষ দিন পর্যন্ত টিকে থাকা!
আমি সম্পর্কে ভয় পাই কেবল, বিপরীত মানুষের উচ্চাকাঙ্খা পূরণ করতে না পারার অক্ষমতা থাকার কারনে!
আমার জীবন সহজ!
এখানে কোন রিলেশনশিপ গোলস নেই!
দুবেলা রান্না করে ঠিকঠাক খাওয়ার পর যেটুকু অতিরিক্ত পাবো, সেটুকুই বোনাস!

Comments

Popular posts from this blog