সম্পর্কে একজন সবসময়ই প্রভু হয়!
আরেকজন হয় ভক্ত!
যেমনে নাচায়, তেমনি নাচে!
সম্পর্কে একজন হয় গাছ, আরেকজন হয় আগাছা!
একজন হয় স্বনির্ভর, আরেকজন হয় পরজীবী!
একজন হয় স্বাধীন, আরেকজন ডিপেন্ডেন্ট!
অথচ, এমন একটা সম্পর্ক হওয়া প্রয়োজন, যেখানে দুজনই ঈশ্বর!
দুজনই পরজীবী! দুজনই ডিপেন্ডেন্ট! দুজন মানুষ একই সাথে একজন অন্যজনের আগাছা!
নাটাই হলে, দাম্ভিকতা জন্মায়! ঘুড়িকে সব সময় নাটাইয়ের উপর নির্ভর করতে হয়!
তবে, নাটাই মাঝে মাঝে ভুলে যায়, ঘুড়ি না থাকলে নাটাই সম্পূর্ন অকেজো!
নাটাই হয়ে দাম্ভিকতা দেখাতে যেয়ে, নাটাই একসময় টের পায় ঘুড়ির সুতো কেটে নিয়ে গেছে অন্য সুতো!
পৃথিবী একনায়কতন্ত্র পছন্দ করে না! যুগে যুগে একনায়কতন্ত্রের পতন হয়েছে বহুবার!
হৃদপিন্ডের প্রতি দুজন মানুষের অধিকারই সমান!
শুধুমাত্র ইনডিপেন্ডেন্ট, ইনডিভিজুয়ালিটি, সেল্ফ লাভ নিয়ে সম্পর্ক হয়না!
ভালোবাসলে পরজীবী হতে হয়! আগাছা হতে হয়! যাতে একজন ছাড়া, অন্য জনের বেঁচে থাকাই অসম্ভব হয়ে যায়!
প্রভু হইয়ো না!
বরং, দুজন মানুষ একই সাথে একজন অন্যজনকে উপাসনা করতে শিখো!
সম্পর্ক মানেই,

Comments

Popular posts from this blog