মিথ্যে প্রতিশ্রুতিকে সত্য বলে বিশ্বাস করার নামই প্রেম!
এই বিশ্বাস মানুষ একবার নয়, কয়েকবার করে!
প্রতিবারই নতুন মানুষকে, পুরাতন মানুষের প্রতিশ্রুতি ভাঙ্গার গল্প শোনাতে হয়!
তারপর একদিন নতুন মানুষ পুরাতন হয়! নতুন মানুষ প্রতিশ্রুতি ভেঙে ফেলে!
নতুন মানুষ পুরাতন হয়ে আরেকটা নতুন মানুষের কাছে বলার মতো গল্প হয়ে যায়!
নতুন মানুষ পুরাতন হয়ে আরেকটা নতুন মানুষের কাছে বলার মতো গল্প হয়ে যায়!
যখন তুমি, নতুন মানুষের কাছে যেয়ে পুরাতন মানুষের প্রতিশ্রুতি ভাঙ্গার গল্প শোনাবেনা, তখন বুঝে নিও "তুমি বড় হয়ে গ্যাছো! ম্যাচিউর হয়ে গ্যাছো! মিথ্যে বিশ্বাসকে অবিশ্বাস করতে শিখে গ্যাছো! বাঁচতে শিখে গ্যাছো!"
Comments
Post a Comment