কিছু মানুষ জীবনে থাকেনা!
তবুও স্মৃতিতে থেকে যায়! বিশ্বাসে থেকে যায়! অবসরে থেকে যায়!
জীবন থেকে একটা নির্দিষ্ট মানুষের চলে যাওয়া আসলে অপেক্ষার পথ তৈরী করে দেয়!
মানুষটা নেই! আমার সাথে নেই! অন্য কারো সাথে আছে!
তবুও মস্তিষ্ক একটা ভুল বিশ্বাসে জেগে থাকে ; মানুষটা ফিরবে!
তুমি জানো!
কিছু মানুষ কখনোই ফিরবেনা! ফিরে আসার জন্য কেউ দূরত্ব বাড়ায় না!
সচেতন মন যাকে ঘৃণা করে, অবচেতন মন তাকে সবার চেয়ে বেশি ভালোবাসে!
মানুষটা ফিরবেনা জেনেও একটা অপেক্ষা তৈরী হয়! ফিরে আসার অপেক্ষা!
বিশ্বাসের চেয়ে ভুল বিশ্বাসে মানুষ বাঁচতে ভালোবাসে!
যে ঘর কখনো আমাদের হয়নি, আমরা সে ঘরকেই নিজের ঘর ভাবতে শুরু করি!
যে মানুষ থাকার জন্য আসেনি, আমরা তাকেই জোর করে রেখে দিতে চাই!
আমরা অবিশ্বাসের যুক্তিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বিশ্বাসকে সৃষ্টি করি!
যাকে বিশ্বাস করা ঠিক হবেনা মনে হয়, বারবার সেই মানুষটাকেই বিশ্বাস করতে ইচ্ছে হয়!
যে ভুল মানুষটাকে ভুলে যাওয়ার জন্য ব্যস্ততা চাই, প্রচন্ড ব্যস্ততায় তাকে মনে করে কষ্ট পাওয়ার জন্যই আমরা আবার অবসর চাই!
কিছু মানুষ অবসর এবং শূন্যতার মধ্যবর্তী দূরত্বে এসে আটকে থাকে!
সচেতন মন বলে "এই মানুষটা আমার না", অন্যদিকে, অবচেতন মন সিগন্যাল দেয় " এই মানুষটা আমার একার!"
ভুল বিশ্বাসে জীবন সুন্দর! ভুল বিশ্বাসেই জীবন অসুন্দর!

Comments

Popular posts from this blog